দেবহাটা

দেবহাটায় বিজিবি’র অভিযানে ফেন্সিডিল উদ্ধার

By daily satkhira

October 10, 2019

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদর ইউনিয়ন সভাপতি মিল্টন বিশ্বাস(৩৫) কে ২৩৮ বোতল ফেনসিডিল সহ সন্ধেহ ভাজন গ্রেপ্তার করে বিজিবি। গত (৯ অক্টোবর) বুধবার রাত ১১টার দিকে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ানের আওতাধীন দেবহাটার ভাঁতশালা ক্যাম্পের হাবিলদার মোক্তার আলী সহ বিজিবি সদস্যরা ইছামতি নদীর ভাঁতশালা এলাকা থেকে তাকে সন্ধেহ জনক ভাবে আটক করা হয়। এঘটনার পর স্থানীয়দের চাপের মুখে পড়ে বিজিবি। এতে পর দিন ১৭ বিজিবি ব্যাটেলিয়ানের সিও বিষয়টি তদন্তে আসেন। তিনি বিষয়টি তদন্তপূর্বক তিনি ঘটনার সাথে মিল্টনের জড়িত থাকার বিষয়টির সত্যতা না মেলায় তাকে মুক্তি দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে মিল্টনকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ফেনসিডিল দেবহাটা থানায় জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন ভাতশালা ক্যাম্পের সুবেদার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে উক্ত মাদক বহনকারী চরশ্রীপুরের সবুর হোসেনের ছেলে সেলিম হোসেন, টাউনশ্রীপুর গ্রামের মৃত আব্দুল হামিদ গাইনের ছেলে সিরাজুল ইসলাম (তুতু) পলাতক থাকায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি করেছেন স্থানীয়রা।