শ্যামনগর

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

By Daily Satkhira

March 29, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরা শ্যামনগরে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবলুর রহমান (২৮) নামে একব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে আরও একজন। বুধবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাবলুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের শেখপাড়া মোড় এলাকার করিম গাজীর ছেলে। আহত বেলাল হোসেন একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটর সাইকেল চালক বাবলু বংশীপুর থেকে ভাড়া নিয়ে শ্যামনগর যাওয়ার সময় পথিমধ্যে ইসমাইলপুর গ্রামে পৌছালে অপর দিক থেকে দ্রুতগামী একটি মটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবলু নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় অপর চালক বেলাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান, দুটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটেছে। তিনি আরো জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।