জাতীয়

র‌্যাব সদস্যদের ফেরত দিয়েছে বিএসএফ

By Daily Satkhira

October 11, 2019

দেশের খবর: কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে আটক হওয়া র‌্যাব-১১’র ৩ সদস্য ও তাদের ২ নারী সোর্সকে আটকের প্রায় ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে আশাবাড়ি সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংকুচাইল বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

সকাল সোয়া ৭টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে ৩ র‍্যাব সদস্যসহ ৫ জনকে আটক করে বিএসএফ।

তারা হলেন, র‌্যাবের কনস্টেবল আবদুল মতিন, কনস্টেবল রিগেন বড়ুয়া, সৈনিক ওয়াহেদুল ইসলাম ও তাদের দুই নারী সোর্স। তবে, ওই ২ নারী সোর্সের নাম জানা যায়নি। পরে এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।