শ্যামনগর

শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

By Daily Satkhira

March 29, 2017

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা শ্যামনগরে পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ঘোলা গ্রামে এ  ঘটনাটি ঘটে। সে ওই গ্রামে শাহাবুদ্দীন মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল শিশু মুস্তাকিন। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।