সাতক্ষীরা

ইউপি চেয়ারম্যানদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

By Daily Satkhira

March 29, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এই স্লোগানে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মতবিনিময় সভায় সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, মো. মজনুর রহমান, মোস্তাফিজুর রহমান ছোট, বজলুর রহমান, ইসরাইল গাজী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, অধ্যক্ষ ফজলুর রহমান, সামছুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সহ সভাপতি প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সদস্য মরিয়ম মান্নান, আনিছুর রহমান, আব্দুর রব ওয়ার্ছী, ডাঃ আবুল কালাম বাবলা, আব্দুর রহমান, রেবেকা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।