সাতক্ষীরা

আবরার হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

October 13, 2019

নিজস্ব প্রতিনিধি : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ে শাস্তি এবং দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ। তারা অবিলম্বে বুয়েটের সনি হত্যাসহ সকল হত্যাকা-ের ঘাতকদের চিহ্ণিত করে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন।

রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগের বিপথগামী নেতা-কর্মীরা এই নৃশংস হত্যাকান্ড ঘটিয়ে বুয়েটে সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছে। তাদের নির্মমতা সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে। তারা বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে এই সংকটের নিরসন হবে না। বরং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদগুলোকে সচল করতে হবে। দেশের মূল রাজনীতিকে পরিশীলিত করতে হবে। ঘাতকদের অচিরেই আইনের কাঠগড়ায় তুলে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। একই সাথে তারা বুয়েটে সনি হত্যাসহ অন্য সব হত্যার বিচার দাবি করেন এবং নিপীড়ন মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক সোনা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবেদুর রহমান, জাসদের কেন্দ্রীয় নেতা শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পৌর তাঁতী লীগের সভাপতি মেহেদী আলী সুজয়, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশের সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, ল’ স্টুডেন্টস ফোরামের সভাপতি এসএম বিপ্লব, বিডি ক্লিনের অন্তর প্রমুখ।