জাতীয়

জেএসসি-জেডিসি পরীক্ষার ২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ

By Daily Satkhira

October 13, 2019

শিক্ষা সংবাদ: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন।

প্রশ্নফাঁস রোধ করতেই কোচিং সেন্টার বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি বলেন, আমাদের অনেক দায়িত্ব। ছোটদের এই পরীক্ষা যেন সুন্দরভাবে শেষ করা যায় সেদিকে সবাইকে সচেতন হতে হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সচিব মাহমুদুল হক, মাউশির পরিচালক সৈয়দ গোলাম ফারুকসহ আরো অনেকে।

এবার ২ নভেম্বর থেকে শুরু হয়ে জেএসসি পরীক্ষা ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত দিনগুলোতে ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।