বিদেশের খবর: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মসজিদে ঢুকে নামাজ পড়া অবস্থায় ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই মুসল্লি। শুক্রবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলের সালমোসি গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়ার ও এএফপির।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। নৃশংস এ হত্যাকাণ্ডের পর ভয় পেয়ে গ্রামটির অনেক বাসিন্দা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ মালিতে পালিয়ে গেছেন।
বিগত কয়েক বছর ধরে জঙ্গিদের সহিংসতায় বুরকিনা ফাসোতে শত শত মানুষ নিহত হয়েছেন।
সেখানকার এক বাসিন্দা বলেন, শনিবার সকাল থেকে মানুষ পালাতে শুরু করেছে। ২০১২ সালে প্রতিবেশী দেশ মালির উত্তরাঞ্চল ইসলামী যোদ্ধারা দখল করে ফেললে বুরকিনা ফাসোতেও এর প্রভাব পড়ে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানিয়েছে, গত তিন মাসে লাখ লাখ মানুষ সহিংসতার জেরে বুরকিনা ফাসো ছেড়ে পালিয়েছেন।