LZX CAMERA

সাতক্ষীরা

ভূমি সেবায় হয়রানির অভিযোগ উঠলে ব্যবস্থা— সাতক্ষীরা জেলা প্রশাসক

By daily satkhira

October 14, 2019

নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, ভূমি সেবায় জনগণকে হয়রানির অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বিষয়ক গনশুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক এসময় সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের তোহা বাজারের সকল অবৈধ স্থপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়ে বলেন, তোহা বাজার হবে সবজি বাজার। মানুষ এখানে এসে তাদের পণ্য বিক্রি করার জন্য বসবে, বিক্রি করবে। স্থায়ীভাবে কোন কিছু করা যাবে না। জেলা প্রশাসক সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, ভূমি সেবায় হয়রানি কমাতে জেলা প্রশাসন থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। আপনারাও সহযোগিতা করুন। কেউ অবৈধ সুবিধা চাইবেন না, সুযোগ নেবেন না। তিনি বলেন, এখন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মতো ইউনিয়ন ভূমি অফিসেও গণশুনানি চলবে। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক এ সময় গণশুনানিতে আগত স্থানীয় জনগণের কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাসমূহ সমাধানের নির্দেশ দেন। গণশুনানিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সদর এসিল্যান্ড মো. আসাদুজ্জামান, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মজনু মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ স্থানীয় জনগণ অংশ নেন।