প্রেস বিজ্ঞপ্তি : সোমবার বিকাল সাড়ে ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করে, দূর্নীতি, মাদক-জুয়া, সন্ত্রাস, ধর্ষন বন্ধ করে এবং বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের ফাঁসির দাবীতে নবারুন স্কুল মোড় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। সভাপতি তার বক্তব্যে বলেন, ঢাকা বুয়েটের ছাত্র আবরার ফাহাদ এর হত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে এবং আর কোন ছাত্রকে যেন এভাবে জীবন দিতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এ দেশে সকলের কথা বলার সমান অধিকার থাকতে হবে। বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন প্রকার সিদ্ধান্ত দেশের জনগন মেনে নিবে না। দূর্নীতি, মাদক, জুয়া, সন্ত্রাস, ধর্ষন সহ সকল অসামাজিক কার্যকলাপ থেকে ফিরে ইসলামের ছায়াতলে এসে ইসলামকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোঃ ওয়েজ কুরনী, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম (তকী), ই.আ.বা. শ্যামনগর উপজেলা সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, ই.আ.বা. দেবহাটা সভাপতি মুফতি মুবাশ্বের হুসাইন আলমগীর, ই.আ.বা. কালিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ওয়েজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা দক্ষিণ সভাপতি মোঃ মাছুদ রানা, মোঃ মোখলেছুর রহমান, মোঃ খায়রুল ইসলাম, মোঃ তোছাদ্দেক হোসেন খোকা প্রমুখ উক্ত বিক্ষোভ মিছিলটি নবারুন স্কুল মোড় হতে তুফান কোম্পানি মোড় হয়ে নিউমার্কেট মোড়ে এসে মিলিত হয়। নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পুনরায় নবারুন মোড়ে এসে দোয়া মুনাজাত এর মাধ্যমে সমাপ্ত করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মোঃ ছারোয়ার আলম।