সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের র‌্যালি ও সভা

By daily satkhira

October 15, 2019

নিজস্ব প্রতিনিধি : “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত পরিচ্ছন্ন থাক”শ্লোগানের সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটে একটি বর্ণাঢ্যর‌্যালি সাতক্ষীরা স্টেডিয়াম হতে শুরু হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এবং উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় র‌্যালি ও আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। র‌্যালিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংগঠন ওয়াস এসডিজি প্রকল্প, হোপফর দি পুওরেষ্ট, প্রাকটিক্যাল এ্যাকশন, উত্তরণ, ব্র্যাক, সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনসহ অন্যান্য। অনুষ্ঠানে ওয়াস এস ডি জি প্রকল্পের পক্ষ থেকে হাত ধোয়ার স্টেপ ও কখন কখন হাত ধুতে হবে সে বিষয়ে বিভিন্ন ফেস্টুন দিয়ে আলোচনা অনুষ্ঠান সজ্জিত করা হয়। এছাড়া র‌্যালি ও আলোচনা সভায় সকল অংশগ্রহণ কারীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হয় এবং আলোচনা অনুষ্ঠান শেষে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।