শিক্ষা সংবাদ: এমবিবিএস ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে (মেডিকেল ও ডেন্টাল) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৬৯ হাজর ৪শ ৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এই ফল ঘোষণা করেন।
উত্তীর্ণদের মধ্যে মধ্যে ২২ হাজার ৮৮২ জন ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩৩১ জন। পরীক্ষায় ছেলে শিক্ষার্থীর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৫ দশমিক ৫, আর মেয়ে শিক্ষার্থীর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৯।
তবে পাসের ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীর এগিয়ে। মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৬৯ আর ছেলেদের পাসের হার ৪৬ দশমিক ১ শতাংশ।
এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আসন ১০ হাজার ৩৪৯ টি। এর মধ্যে ৩৫টি সরকারি কলেজের আসন ৪ হাজর ৬৮টি। আর ৭০টি বেসরকারি কলেজের আসন ৬ হাজার ২৮১টি।