সাতক্ষীরা

আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By daily satkhira

October 15, 2019

নিজস্ব প্রতিনিধি : বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে সাতক্ষীরায়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সনাক সাতক্ষীরার সভাপতি আবুল বাসার ওরফে পল্টু বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসার দিলারা বেগম, কিশোরী মোহন সরকার, সিনিয়র সংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, মানবাধিকার কর্মী মাধবদত্ত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আবরার হত্যাকান্ড বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত। শিবিরের অজুহাতে এই নৃশংস হত্যাকান্ড ঘটিয়ে বুয়েটে সন্ত্রাসের বিস্তার ঘটিয়েছে ছাত্রলীগ। তাদের নৃশংসতা অন্য যে কোনো সময়ের হত্যাকে হার মানিয়েছে। তারা আরো বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে এই সংকটের নিরসন হবে না। বক্তারা এ সময় ঘাতকদের অচিরেই আইনের কাঠগড়ায় তুলে সর্বোচ্চ শাস্তির জোরদাবী জানান।