ডেস্ক রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হককে পাশে বসিয়ে সাতক্ষীরা বাইপাস সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ.ফ.ম রুহুল হক এমপি।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সাতক্ষীরার সাথে সংযুক্ত হন। অসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রী সাতক্ষীরার একজন ইমামের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রী সাতক্ষীরা রেললাইনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও কথা বলেন।
উল্লেখ্য, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক, ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কে বানার নদীর উপর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় ৪ লেনের ফ্লাইওভার, মুন্সিগঞ্জের বিভিন্ন সড়কে ১৩টি সেতু, পটিয়া বাইপাস সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব উন্নয়ন কাজের মধ্যে ভোমরা স্থল বন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি নির্মাণে ব্যয় হয় ১৮৩.৫১ কোটি টাকা। ৭.৩ মিটার প্রস্থের ২৩.৮৫ কিলোমিটার মহাসড়কটিতে ৩টি ব্রিজ, ৫০ টি কালভার্টও নির্মাণ করা হয়। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।