জাতীয়

আহত র‌্যাব কর্মকর্তা কর্নেল আজাদকে দেশে আনা হয়েছে

By Daily Satkhira

March 30, 2017

ন্যাশনাল ডেস্ক : সিলেটের আতিয়া মহলে যখন অভিযান চালাচ্ছিল কমান্ডোরা তখন সেখা থেকে বেশ কিছু দূরে দূটি বোমার বিষ্ফোরণ হয়, এতে ছজন নিহত হয়। গুরুতর আহত আরো অনেকের মধ্যে ছিলেন র‌্যাবের গোয়েন্দা প্রধানও। সিঙ্গাপুরে চিকিৎসারত পুলিশের বিশেষ বাহিনী র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে বুধবার ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় ফিরিয়ে আনার পর আজাদ এখন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরের ‘ডাক্তারদের পরামর্শে’ তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দেয়া হয়নি। সিলেটে বোমা বিস্ফোরণে আহত হবার পর গুরুতর আহত অবস্থায় আজাদকে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানকার ডাক্তারদের পরামর্শে তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় গোয়েন্দা প্রধানকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।