সাতক্ষীরা

ব্রাকের কর্মসূচি দারিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যেগ – এডিসি মাহমুদুর রহমান

By daily satkhira

October 17, 2019

শিবপুর প্রতিনিধি : আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষ্যে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে অক্টোবর মাস ব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহঃস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান। এসময় তিনি ব্র্যাকের অতিদরিদ্র পরিবার গুলোর (ব্র্যাকের সুবিধা ভোগীদের) খামার পরিদর্শন এবং মত বিনিময় করে সন্তোষ প্রকাশ করে বলেন,‘ ব্র্যাকের এই কর্মসূচিটি দারিদ্র বিমোচনে অত্যান্ত কার্যকরি ও সফল। আগামীতেও এই কর্মসুচি অব্যাহত রাখার জন্য ব্র্যাকের প্রতি আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফরিদা ইয়াসমিন, পল্লী-দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপপরিচালক সাবিলা খাতুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কর্মকর্তা ফাতেমা জোহরা, জেলা রাইচ মিল সমিতির সাধারণ-সম্পাদক আলহাজ্ব আব্দুর গফফার, জেলা ব্রাক প্রতিনিধি এ এস কে আশরাফুল মাশরূদ, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) উজ্জ্বল কুমার দাস, আবুল কাশেম, স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুজিদ বিশ্বাস, ইউপি ইব্রাহীম খলিল, সাংবাদিক নাজমুল শাহাদাৎ (জাকির) সহ ব্রাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলায় ২০১১ সালে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত পর্যন্ত জেলার সাতটা উপজেলায় ২৪ হাজার ১শ’ ২৫টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছে।