সাতক্ষীরা

হাফেজরাই পারে সমাজের বিপদগামী মানুষদের সঠিক পথের সন্ধান দিতে– এমপি রবি

By Daily Satkhira

March 30, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পবিত্র কুর-আনের আলো ক্ষুদে প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপি শহরের তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইমাম সমিতি জেলা শাখার আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মো. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, হিফজুল কুরআন প্রতিযোগিতার এ আয়োজন একটি মহতি উদ্যোগ। এ ধরনের প্রতিযোগিতা কুরআন শিক্ষার্থীদের উৎসাহ যোগাবে এবং তাদের মাধ্যমে সমাজে ভাল প্রভাব বিস্তার লাভ করবে। পৃথিবীর শেষ দিন পর্যন্ত কুরআনের হেফাজত আল্লাহ-তায়ালা নিজেই করবেন। হাফেজরাই তার নিদর্শন। হাফেজরাই পারে সমাজের বিপদগামী মানুষদের সঠিক পথের সন্ধান দিতে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্রতিযোগিতার প্রধান বিচারক মুহাদ্দিস আবুল খায়ের, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হেড মুফতি আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, মাওলানা হাফিজুর রহমান, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, হফেজ জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম জাহাঙ্গীর আলম ও হাফেজ শেখ কামরুল ইসলাম।