রাজনীতি

সাতক্ষীরায় যুবলীগ নেতা তুহিন মানবপাচার মামলায় গ্রেফতার

By daily satkhira

October 19, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে বহিস্কৃত ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহি কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন শহরের সংগ্রাম টাওয়ার ভাড়া নিয়ে জেন্স পাল্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিল। গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাসী চালিয়ে বিপুল পরিমান কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর পেক্ষিতে মানব পাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামী পৌর যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হয় জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিন। এর পর থেকে সে পালাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত ৮ আসামীসহ তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেন।