সাতক্ষীরা

মুজিব বর্ষকে সামনে রেখে সাতক্ষীরায় পুলিশের তাল গাছের চারা ও বীজ রোপণ

By Daily Satkhira

October 19, 2019

আসাদুজ্জামান: জাতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীকে সামনে রেখে প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার বাইপাস সড়কের দুই ধারে ১৯৭১ টি তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসুচি হাতে নিয়েছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশ, পুলিশ নারী কল্যান সমিতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে শনিবার সকালে এ তাল গাছের চারা রোপন করা হয়। উক্ত তাল গাছের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, পুনক সভানেত্রী ও পুলিশ সুপার পতিœ নাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিশ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার জিয়াউর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান, ডিবি ওসি মহিদুল ইসলাম, আলীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ প্রমুখ।

পুলিশ সুপার এ সময় বলেন, জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীকে সামনে রেখে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাকে স্মরন করে প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বজ্রপাত প্রতিরোধে সাতক্ষীরার বাইপাস সড়কের দুই ধারে ১৯৭১ টি তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসুচি হাতে নেয়া হয়েছে।