সাতক্ষীরা

জলাবদ্ধতা নিরসনসহ ১৯ দফা দাবিতে বকচরা মোড়ে পথসভা

By daily satkhira

October 19, 2019

নিজস্ব প্রতিনিধি : জলাবদ্ধতা নিরসন, নদীর চর দখল করে ইটভাটা বন্ধসহ১৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেতনা ও অন্যান্য নদী এবং বন -পরিবেশ রক্ষা কমিটি সাতক্ষীরা জেলার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বকচরা মোড় এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, কমিটির আহবায়ক আবুল হোসেন খোকন। সদস্য সচিব মফিজুর রহমানের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, বেতনা ও অন্যান্য নদী এবং বন -পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, শেখ শওকত আলী, বাবলু হাসান, শরিফ াখাতুন প্রমুখ। এসময় বক্তারা সাতক্ষীরা পুলিশ সুপারের উদ্দ্যোগে সাতক্ষীরা বাইপাস সড়কে গাছ লাগানোকে স্বাগত জানিয়ে বলেন, সাতক্ষীরা জেলায় ২৭টি নদ-নদী, ৪২৯টি খাল, ২০৯টি বিল এবং ১৪২৩টি গ্রাম রয়েছে। কপোতাক্ষ, খোলপেটুয়া, মরিচ্চাপ, কাকশিয়ালী, যমুনা, লাবণ্যবতী, ইছামতিসহ ১১টি ছোট বড় প্রবাহমান নদী নির্ভরশীল তীরবর্তী এলাকায় বসবাস করে প্রায় ৫০লক্ষ মানুষ। জলবায়ু পরিবর্তন পরিবেশ সমস্যায় উপকূলীয় নদনদী গুলোদ্রুত পলিজমে ভরাট হয়ে গেছে। বক্তারা মাছখোলায় বেতনানদীর চর দখল করে দুই পাড়ে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধের দাবি জানিয়ে বলেন, এসব ভাটাগুলো কারণে অত্র এলাকার মানুষ পানি বন্দি হয়েছে।