সাতক্ষীরা

সবুজ পরিবেশ আন্দোলন এর পক্ষে ৩৫০ শিক্ষার্থী পেল গাছের চারা

By daily satkhira

October 20, 2019

নিজস্ব প্রতিনিধি : “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” স্লোগানকে সামনে রেখে সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ অভিযনের চতুর্থ পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। সবুজ পরিবেশ আন্দোলন এর পক্ষে রবিবার (২০ অক্টোবর) সদরের সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের ৩৫০ শিক্ষার্থীর মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মুনজিত পুর কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক অনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা এর সভাপতি এজাজ আহমেদ স্বপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধক্য সন্ধা রাহা, কাজী আক্তার,পিজুস ম-ল, সিলভিয়া,সুলাইমান,তরিকুল ইসলাম, রবিউল ইসলাম,রফিকুল ইসলাম,প্রবীর ম-ল, সদিয়া ইসলাম,লিনা বিশ^াস,শরিফুল ইসলাম। এ সময় অতিথিবৃন্দ বলেন, আজকে শিশুদের মধ্যে বেল,কাঁঠাল,জাম,লেবু ,জলপাই,অর্জুন,ডেবল সহ যে গাছ গুলো বিতরণ করা হল তা আগামীতে এই শিশুদের জন্য সম্পদে পরিণত হবে। তাছড়া গাছ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়ে রাখে সেই গাছ লাগিয়ে বনায়নের রূপ দিতে হবে। যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের দিয়ে গাছ লাগানো অভ্যাসে পরিণত করতে হবে। দেশে সচেতন নাগরিকের নিজ দায়িত্বে গাছ লাগিয়ে অন্যকে গাছ লাগানোর জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অতুলনীয়। গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। সংগঠনের সভাপতি এজাজ আহমেদ স্বপন বলেন এই বছর আমরা এক লক্ষ্য গাছ লাগানোর লক্ষ্যমাত্র ঠিক করেছি। আমরা এই বাবদ কারও কাছ থেকে কোন চাঁদা আদায় করি না। তিনি আরও জানান আগামী ২৬/১০/১৯ সদরের কামাল নগরে ২টি স্কুলে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ কারা হবে। স্কুলের কোমলমতি শিশুকিশোররা গাছের চারা পেয়ে দারুন খুশি হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন অব্দুর ছোবান,হাপিজুর রহমান, শফিকুল ইসলাম, শিশু দের অভিভাবকরা সহ এলাকার গন্যমান্য মানুষেরা।