শ্যামনগর

কাশিমাড়ীর আলোচিত শিশু হত্যা মামলায় বাবা সিআইডির হাতে গ্রেফতার

By daily satkhira

October 21, 2019

নিজস্ব প্রতিনিধি : কাশিমাড়ীর আলোচিত শিশু সন্তান হত্যা মামলায় পলাতক আসামি পিতা নজরুল সরদার কে গ্রেফতার করেছে সাতক্ষীরা সিআইডি। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সিআইডি পুলিশ ও শ্যামনগর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় জয়নগর ত্রিমোহনা মোড় সংলগ্ন নিজ বাড়ি থেকে নিজের শিশু সন্তান হত্যায় তালিকাভুক্ত আসামী শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের মৃত ধোনাই সরদারের ছেলে নজরুল সরদার ওরফে গাজা নজরুল কে গ্রেফতার করে। একই সাথে একই মামলার সাজানো সাক্ষী আব্দুল মহিদ ওরফে চোর মহিদ ঢালীকেও পুলিশ একই সময়ে গ্রেফতার করে। মহিদ ঐ এলাকার মাজেদ ঢালীর (কবিরাজ) ছেলে। এই খবরে ঐ এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নজরুল সরদারকে ছাড়াতে জয়নগর এলাকার আমির হোসেন ঢালীর স্ত্রী পাখি বিবি রোববার থেকে বিভিন্ন দফতরে ছোটাছুটি শুরু করেছে বলে স্থানীয়রা জানান। নজরুল সরদারের নামে শ্যামনগর থানা সহ দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র আইন, চোরাচালানী, নারী পাচার সহ বিভিন্ন মামলা রয়েছে। উল্লেখ্য: কাশীমাড়ীতে নিজের শিশু হত্যার ঘটনায় গত ০৫জুলাই ২০১৭ ইং তারিখে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং ২৫। উক্ত মামলায় আসামী বাবা নজরুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিলেন। সাতক্ষীরা সি আইডি পুলিশের এস আই জাকির হোসেন তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।