প্রেস বিজ্ঞপ্তি : ফেসবুকে গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ মোহাম্মদ ইলতুৎ মিশ। সোমবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ভোলার বোরহানউদ্দীনে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার প্রেক্ষিতে বিশৃঙ্খলার বিষয়ে সাতক্ষীরা জেলার আলেম ওয়ালামাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে ফেইজবুকে কিভাবে ফেক আইডি দিয়ে গুজব ছড়ায়, কি উদ্যেশ্যে ছড়ায় এবং তার পরিনাম শেষ পর্যন্ত কি হয়,এসব বিষয়গুলো মসজিদের ঈমাম,মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষক দের সামনে উপস্থাপন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ।
সাতক্ষীরা সদর সার্কেরের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন এর সঞ্চালনায় গুজব বিরোধী মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃমহিদুল ইসলাম,সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ডিএসবির পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন মজজিদের ঈমাম ও আলেম ওয়ালামায়েগণ উপস্থিত ছিলেন।