দেবহাটা

সরকারি কেবিএ কলেজে জেলা রোভার মুড উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

October 24, 2019

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জেলা রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা উপলক্ষে দেবহাটা উপজেলাধীন সখিপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা রোভারের সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ, সাতক্ষীরার কৃতি সন্তান প্রফেসর আলহাজ্জ মো. মনিরুজ্জামান। স্বাগতিক সরকারি কেবিএ কলেজের রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভার স্কাউটস্ এর কোষাধ্যক্ষ মো. আবু তালেবের সঞ্চালনায় ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টা হতে দীর্ঘ সময় পর্যন্ত অনুষ্ঠিত উক্ত প্রস্ততি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটস্ এর কমিশনার অধ্যক্ষ মো. ইমদাদুল হক, সহকারী কমিশনার মো. ইয়াছিন আলী, সরকারি কেবিএ কলেজের উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদ,জেলা রোভারের কোষাধ্যক্ষ আলহাজ্জ এস এম আসাদুজ্জামান, ডিআরএসএল মো. জাহিদ হোসেন, জেলা রোভার নেতা প্রতিনিধি অংকর কুমার মন্ডল, সরকারি কেবিএ কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক মো. মইনুদ্দিন খান, প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী, রোভার স্কাউটস্ লিভার প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), রোভার স্কাউটস্ লিডার প্রভাষক রিতা রানী, সিনিয়র রোভার মেট মো. আব্দুল কাদের, রোভার সাকিল, নাহিদ, আব্দুল্লাহ, এশারাত, রিফাত, আসাদুল প্রমূখ। সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর নামে আগামী ৪ জানুয়ারি ২০২০ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা জেলার ত্রয়োদশ রোভার মুড ও ৬ষ্ঠ জেলা কমডেকা সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্নের লক্ষে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।