বিনোদন

সাতক্ষীরায় ‘ইত্যাদি’: শুক্রবার দেখানো হবে বড় পর্দায়

By Daily Satkhira

March 30, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, সাতক্ষীরা। শুক্রবার বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হতে যাওয়া এই অনুষ্ঠানটি সাতক্ষীরার শহিদ আবদুর রাজ্জাক পার্কে বড় পর্দায় দেখানো হবে। একইসঙ্গে, শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরেও বড় পর্দায় অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। গত ১৪ মার্চ জেলা প্রশাসন, সাতক্ষীরা নির্মিত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টারে’ ধারণ করা হয় এই জনপ্রিয় অনুষ্ঠানটি। নদীতে তৈরি করা হয় ইত্যাদির মঞ্চ এবং এর সামনে শতশত নৌকায় কয়েক হাজার দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করেন। বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠানের ধারণকাজ সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটি বড় পর্দায় দেখার জন্য সাতক্ষীরার নেজারত ডেপুটি কালেক্টর আবু সাঈদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।