আশাশুনি

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

By Daily Satkhira

March 30, 2017

ডেস্ক রিপোর্ট : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্কুলের সম্পন্ন হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সরকারি নিদের্শনা অনুযায়ী সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে চলে। বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে জেলার স্টুডেন্ট কাউন্সিলের সংবাদ: নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় বৃহস্পতিবার সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির ছাত্রীদের ভোট অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ৭৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬ষ্ঠ হইতে ১০ম শ্রেণির ছাত্রীদের মাঝে ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হন ৭ জন শিক্ষার্থী। নির্বাচিতরা হলেন ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া, ৯ম শ্রেণির অর্পিতা, সারিকা, ৮ম শ্রেণির তাসকিয়া ও মারিয়া, ৭ম শ্রেণির নাসরিন এবং ৬ষ্ঠ শ্রেণির সুমাইয়া হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্রী ফারহানা নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজীসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী নির্বাচিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের দায়িত্ব তিনি শিক্ষার্থীদের আরো বলেন বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। কারিমা মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলার ঐতিহ্যবাহী কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল কেবিনেট নির্বাচন গতকাল সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। উক্ত স্কুল কেবিনেট নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা, নবম শ্রেণির নাজমুন নাহার মুক্তা ও অষ্টম শ্রেণির আমিনুর রহমান। এছাড়া  কেবিনেট সদস্য হিসাবে চুড়ান্ত মনোনয়ন পায় ২৬ জন। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৯২৬ জন, তম্মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৪৩ জন, ব্যালট বাতিল হয়েছে ৪০টি। স্কুল কেবিনেট সদস্য হিসাবে সবচেয়ে বেশী ৪৬১ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের অভিভাবক সদস্য সালাউদ্দিন ফিরোজের কন্যা ১০ম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইয়াসমিন বৃষ্টি। ২য় কেবিনেট সদস্য হিসাবে ৮ম শ্রেণির ছাত্র আবু আহসান সবুজ ২৬৮ ভোট এবং যথাক্রমে ৩য় স্থান ৯ম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত,৪র্থ স্থান ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ইয়াসমিন নীলা ২৫১ ভোট, ৫ম স্থান  ৯ম শ্রেণির ছাত্রী তন্বী খাতুন ১৯৮ ভোট, ৬ষ্ঠ স্থান ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সুজয় সরকার ১২২ ভোট,এবং ৭ম স্থান ৭ম শ্রেণির ছাত্রী সুরমী দাশ ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। এছাড়া সম্মিলিতভাবে নির্বাচিত হয়েছে তন্বী ১৯৮ ভোট এবং সুমাইয়া ২৫১ ভোটে। এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল হাকিম ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু সাঈদ। ব্রহ্মরাজপুর ডি. বি. গার্লস হাইস্কুল ধুলিহর প্রতিনিধি : উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। নির্বাচনে ৯জন প্রার্থী অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে দুপুর ২টা পর্যন্ত। ৩৩৯জন ভোটারের মধ্যে ২৮৭জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রত্যেক ভোটার প্রতি শ্রেণির কমপক্ষে একজনসহ পাঁচ শ্রেণির আটজনকে ভোট প্রদানের সুযোগ পায়। এতে সর্বোচ্চ ভোটে ২ জন এবং পাঁচ শ্রেণির পাঁচ জন সহ মোট সাতজন নির্বাচিত হয়। নির্বাচিতরা হলো জান্নাতুল ফেরদৌস মিম, ফারজানা মিথিলা,পূজা সাহা, সুমাইয়া সুলতানা আখি, সুমাইয়া সুলতানা, অর্পিতা দাস ও তমালিকা সরদার। ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার নাসিমা খাতুন। নির্বাচন চলাকালে পরিদর্শন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সানজিদা খানম, অভিভাবক সদস্য নজর উদ্দিন সরদার, সেলিম হোসেন প্রমুখ। নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক নজিবুল ইসলাম ও শহীদুল ইসলাম। পল্লীমঙ্গল স্কুল সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিন্টে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত বিরতীহীনভাবে চলে। নির্বাচনে ১৮ জন প্রার্থী জোর প্রতিদ্বন্দ্বিতা করে ৮জন প্রার্থী নির্বাচিত হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হল- ৬ষ্ঠ শ্র্রেণির তাহসিন-ই-মুস্তাকিন ও সুরাইয়া আক্তার পাপিয়া, ৭ম শ্রেণির আকবর আলী ও আজিজা মেহেজাবিন, ৮ম শ্রেণির বাদশা ফয়সাল ও ফিরোজ হুসাইন, ৯ম শ্রেণির শেখ আঃ রাব্বী নাঈম ও ১০ম শ্রেণির আয়েশা সিদ্দিকা সামিহা। এসময় উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির ছাত্র মোঃ সাহেব আলী। ধুলিহর আদর্শ স্কুল আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮টি পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচিতরা হলো মোঃ আঃ হাকিম(৩৪৮), মোঃ হাবিবুর রহমান (৩২৫), সুরাইয়া খাতুন (৩০৭), দিশা দেবনাম (৩০৫), সুমন হোসেন (২৬৩), মোঃ আঃ হাকিম (২৫৪), অনিক দেবনাম(২৫৩) ও হোসাইন বাবু (২৪৪) ভোট পেয়েছে। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ নাসিরউদ্দীন। এছাড়া নির্বাচন কমিশনার হিসাবে ছিলো ইয়াছিন আলী ও তাওহবিয়া আহমেদ। নির্বাচন চলাকালে পরিদর্শন করেন উপজেলা একাডেমি অফিসার সানজিদা আছাদ। নির্বাচন কার্যক্রমের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মন্ডল। আবাদের হাট স্কুল আগরদাঁড়ী প্রতিনিধি : শিক্ষা অধিদপ্তর, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্ব করার জন্য প্রতিটি স্কুলে স্টুডেন্ট ক্যবিনেট নির্বাচন নির্দেশ থাকায় বৃহস্পতিবার আগরদাঁড়ী ইউনিয়নের আবাদের হাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার স্টুডেন্ট কেবিনট প্রতিনিধি নির্বাচনে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে স্টুডেন্ট ক্যবিনেট প্রধান প্রতিনিধি ১৮৫ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস সেতু এছাড়াও পর্যায়ক্রমে ফারজানা আফরোজ শান্তা ১৬৪ প্রিয়াংকা মন্ডল ১৪৬ শামীমা সুলতানা ১৫০ সানজানা ইয়ামিন মুন্নি ১১৮ জাকিয়া তাসনিম ১২৫ মারুফা সুলতানা ১১৮ শামছুর নাহার নিশি ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বাঁশদহে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন বাঁশদহা প্রতিনিধি : বাঁশদহা ইউনিয়নের মির্জানগর হাইস্কুল ও মির্জানগর দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের এ নির্বাচন সম্পন্ন হয়। মির্জানগর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির সাদিয়া খাতুন ৬৭টি ভোট, ৭ম শ্রেণির তুহিনা ১১২টি, ৮ম শ্রেণির রায়হান ৭৯টি, ৮ম শ্রেণির মহিন হোসেন ৬১টি, ৯ম শ্রেণির শরিফুল ইসলাম ৮০টি ও মাছুরা খাতুন ৮০টি এবং ১০ম শ্রেণির তাহেরা খাতুন ১০৮টি ও শরিফুল ইসলাম ১০৭টি ভোট পেয়ে উক্ত শ্রেণিসমূহের প্রতিনিধি নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ১০ম শ্রেণির আব্দুল্লাহ আল মামুন ও প্রিজাইডিং অফিসার হিসাবে ১০ম শ্রেণির রাসেল হোসেন দায়িত্ব পালন করেন। এ সময় নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের সুপার মাওলানা জালালউদ্দীন ও বিদ্যোৎসাহী সদস্য ডাঃ আল-মামুন। অপরদিকে মির্জানগর হাইস্কুলে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন-২০১৭ সম্পন্ন হয়েছে। গত কাল বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে মির্জানগর হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির অনুপম মন্ডল ২০৪টি ভোট, ৭ম শ্রেণির ইসরাত জাহান উপমা ১২৫টি, ৮ম শ্রেণির সামিয়া ইসলাম ১৮৬টি, ৯ম শ্রেণির সোয়েব আক্তার ২৩১টি ও শামীমা আক্তার সাথী, ১৬৯টি ভোট, ১০ম শ্রেণির মুরসালীন ইসলাম ১৯৯টি ও ময়ুরী খাতুন ১৮৩টি ভোট পেয়ে উক্ত শ্রেণিসমূহের প্রতিনিধি নির্বাচিত হন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ১০ম শ্রেণির রাহানুজ্জামান ও প্রিজাইডিং অফিসার হিসাবে আল-মুহিত নাজমুস সাকিব, সিরাজুম মনিরা ও জিনিয়া সুলতানা দায়িত্ব পালন করেন। উক্ত নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক ইজাজুদ্দীন ও বিদ্যোৎসাহী সদস্য ইউনিয়ন জাতীয় পার্টির (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আমিনুর রহমান। কলারোয়ার কাজীরহাট হাইস্কুল উৎসব মুখর পরিবেশে কলারোয়ার কাজীরহাট হাইস্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সাজ সাজ রব পরিবেশে দেখলে মনে হয় এটি কোন জাতীয় সংসদ বা ইউপি নির্বাচন। ছাত্র/ছাত্রীদের ভোট দেওয়ার অপেক্ষায় লম্বা লাইন। অধির আগ্রহে বাহিরে বসে আছে অভিভাবক, শিক্ষক ও দর্শক। বৃহস্পতিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রদের মধ্য থেকে নির্বাচিত রিটানিং অফিসার আরমান মেহবুব ও প্রিজাইডিং অফিসার বিপ্লব হোসেনের পরিচালনায় মোট ভোটার ছিল ৪০৪ জন। সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরবর্তিতে ফলাফলের পালায় ক্ষুদে ভোটাররা মেতে ওঠে পছন্দের প্রার্থীকে নিয়ে। সভাপতি পদে আব্দুল্লাহ ১৯৫ ভোট, সহ.সভাপতি পদে মহিনুর রহমান, সাধারণ সম্পাদক পদে ইউনুচ আলী, কোষাধ্যক্ষ পদে লাইলা আফরোজ নির্বাচিত হয়। এর আগে চার জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন বলে জানান প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান। কলারোয়া আলিয়া মাদরাসা কলারোয়া প্রতিনিধি : কলারোয়া আলিয়া মাদরাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার মাদরাসার দু’টি বুথে ওই নির্বাচনে শিক্ষার্থীরা ভোট প্রদান করে। নির্বাচনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি কাস থেকে কমপক্ষে ২জন করে মোট ১৩জন প্রার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৮জন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচিতরা হলো- ৬ষ্ঠ শ্রেণির ইয়াছিন আরাফাত (১৮৭ ভোট) ও সীমা আক্তার (১৫৩ ভোট), ৯ম শ্রেণির শেখ তামিম হাসান (১৮৬ ভোট), ৮ম শ্রেণির তরিকুল ইসলাম (১৭৫ ভোট) ও আব্দুল্লাহ (১৪৬ ভোট), ৭ম শ্রেণির সাব্বির আহম্মেদ (১৫৯ ভোট) ও সুরাইয়া আক্তার জীম (১৪৯ ভোট) এবং ১০ম শ্রেণির খাদিজা খাতুন (১৩৬ ভোট)। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আহসান হাবীব। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষার্থী ১০ম শ্রেণির ছাত্র খালিদুর রহমান। এ নির্বাচনে ২জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪জন সহকারী পোলিং অফিসারের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। নিরাপত্তার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির স্কাউট দল। এদিকে, স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন পরিদর্শন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠ চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। দশম শ্রেণির ধ্রুব সরকার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ৩০ মার্চ সকাল ৮ টা থেকে বিরতীহিনভাবে বেলা ১ টা পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই নির্বাচনচলে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৪ জনপ্রার্থী হিসাবে এ নির্বাচনে অংশ নেয়। মোট ১১৩৯ জন  ভোটারের মধ্যে উপস্থিত ভোটারের সংখ্যা ৯২৯ জন। সর্বোমোট ৮২% ভোট কাউন্ট হয়। উক্ত কেবিনেট নির্বাচনে ৪৫৬ ভোট পেয়ে প্রথম স্থানকরে ৭ম শ্রেণির ফারদীন এহসান শাহী, ৪৫৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে ১০ শ্রেণির তানভীর পারভেজ প্রত্যয়, ৩য় স্থান অধিকার করে ৪৫৩ ভোট পেয়ে ৬ষ্ঠ শ্রেণির জয়মন্ডল, ৪৪৩ ভোট পেয়ে ৪র্থ হয় নবম শ্রেণির সরোয়ার আলম মেহেদী, ৪৩৬ ভোট পেয়ে ৫ম হয় ৮ম শ্রেণির রাবেয়া বসরী। ৪২২ ভোট পেয়ে ৬ষ্ঠ হয় ৬ষ্ঠ শ্রেণির রুদ্র খাঁ, ৪০১ ভোট পেয়ে ৭ম হয় ১০ম শ্রেণির ফরহাদ হোসেন প্রান্ত, ৩৯৮ ভোট পেয়ে ৮ম হয় সপ্তম শ্রেণির আবুল খায়ের। ৯২৯ টি ভোটের মধ্যে বাতিলহয় ২৭৯ টি ভোট। স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রিজায়ডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ১০ শ্রেণির জাকি, সাকিব আহম্মেদ, মিমি, অঙ্কিতা, তামিম শাহরিয়ার। উক্ত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বক্ষণিক নজরদারী রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক সহ সদস্য বৃন্দ, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, সহকারী প্রধান শিক্ষক সম আবুল খায়ের, আবুল হাসান, দিনবন্ধু প্রমুখ। একই দিনে কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সাদী ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে প্রথম হয় শাওন বিশ^াস, অভিজিৎনন্দী, ফেরদাউস হোসেন, সুমাইয়া সুলতানা, মনিরা খাতুন, ইসমাইল হোসেন, তানহা ইয়াসমিন, নাজিরা খাতুন। উক্ত নির্বাচনে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ সার্বক্ষণিক দেখ ভাল করেন। শ্যামনগর নকিপুর হাইস্কুল শ্যামনগর ব্যুরো: গতকাল শ্যামনগর সদরের নকিপুর এইচ, সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এ স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র পল্লব কুমার মন্ডল নির্বাচন কমিশনারের অধীনে ৮শত ৩২ জন ভোটারের মধ্যে ৫শত ৬২ জন ছাত্র/ছাত্রী ভোট প্রদান করেন। এতে ৫২৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সব চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের কনিষ্ঠ পুত্র এবং সাবেক সিভিল সার্জেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আব্দুল জলিলের পৌত্র এস এম ইমরান হায়দার রাকিব। অন্য ছাত্র/ছাত্রী যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সামিউল ইসলাম মুন্না প্রাপ্ত ভোট ৪৬২ ঐশর্য্য কর্মকার প্রাপ্ত ভোট ৪৩৯, অমৃতা বৈদ্য প্রাপ্ত ভোট ৩৮১, তানজিমুল ইসলাম প্রাপ্ত ভোট ৩৭৮ আয়শা সিদ্দিকা জ্যোতি প্রাপ্ত ভোট ৩৩৮, জাহিদুর রহমান অভি প্রাপ্ত ভোট ২৫৯ ও শেখ আফিফ প্রাপ্ত ভোট ২৫২। এ ছাড়া শ্যামনগর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটায় বিভিন্ন বিদ্যালয় দেবহাটা প্রতিনিধি : দেবহাটার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণগুলো বিভিন্ন ব্যানার, ফেস্টুনে মুখোরিত ছিল। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কেবিনেট ভোটের সকল কার্যক্রম চালু হয়ে বেলা ১২টায় সমাপ্ত হয় ভোট গ্রহণ। পরে ভোট গণনা ও প্রার্থীদের ফলাফল ঘোষণা হয়। এদিকে, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন কালে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শেখ মোয়াজ্জেন হোসেন, শিক্ষক ইয়াকুব আলী, নির্মল কুমার গাইন, আলমগীর কবির, তৌহিদুল ইসলাম, মঞ্জুরুল নুর, সাহিনা আখতারসহ সকল শিক্ষক-শিক্ষিকরা। সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলে নির্বাচন কমিশন হিসাবে ১০ম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন জ্যোতি, প্রিজাইডিং অফিসার হিসাবে ১০ম শ্রেণির ছাত্র ইমরান হোসেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে ৯ম শ্রেণির ছাত্র রাজু মন্ডল, ১০ম শ্রেণির ছাত্রী তিথি পাল, পোলিং অফিসার মুনতাকিনা ইসলাম, সাউদা খাতুন, ফরিদ হোসেন, আশিক ইকবাল দায়িত্ব পালন করে। পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।  নির্বাচনে ১০ম শ্রেণির ছাত্রী রুকসানা আক্তার নির্বাচন কমিশনার, ৮ম শ্রেণির ছাত্রী হালিম খাতুন ও ৯ম শ্রেণির ছাত্রী মমতাজ পারভীন সহকারী কমিশনার, ১০ম শ্রেণির ছাত্রী আফসানা খানম মিলি, ফারহানা আক্তার সাথী, আয়েশা ইয়াসমিন, সাদিয়া আফরিন, ফারহিয়া সুলতানা প্রিজাইডিং অফিসার, ১০ম শ্রেণির ছাত্রী শরিফা খাতুন, ফারজানা আক্তার জেসমিন, আফসানা খানম পলি, ইসরাত জাহান রিক্তা, তন্নি আক্তার পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ ও সাড়াজাগানো নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১০ম শ্রেণির ছাত্র শাওন হোসেন নির্বাচন কমিশনার, ৯ম শ্রেণির ছাত্র সুদিপ্ত মন্ডল ও ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল নাহার সহকারী কমিশনার, প্রিজাইডিং অফিসার হিসাবে ১০ম শ্রেণির ছাত্র অয়ন্তক সরকার, অনুসূয়া সরকার, আফরিনা সুলতানা, ফতিন ফুয়াদ, ফারদিন আহম্মেদ দায়িত্ব পালন করেন। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত এবং সাধারণ মানুষের গনতন্ত্রের অধিকার সম্পর্কে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সঠিক ধারণা প্রদান করতে এটি একটা মহান উদ্যোগ নিয়েছেন। এই উদ্যেগের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম দেশ ও জাতী সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে বঙ্গবন্ধুর সোনার দেশ গড়বে।