কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় প্রশাসনের লোক পরিচয় দিয়ে গভীর রাতে দুই বাড়ীতে হানা, মারপিট ও ব্যবসায়ীসহ দুইজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বৃহস্পতিবার বেলা ২টার দিকে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আহাদ আলী খানের বাড়ীতে রাত ১টার দিকে সাদা পোশাকে ৮/১০জনের একটি দল হানা দেয়। তাদের পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক পরিচয় দেয়। এসময় মৃত আহাদ আলী খানের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব খান (৪০)কে খুজতে থাকে তারা। এক পর্যায়ে আহসান হাবিবকে তারা ধরে সাদা গাড়িতে তুলতে গেলে বাড়ীর গৃহবধূ চায়না খাতুন (৩০), লিপি বেগম (৩৪) ও জবেদা খাতুন(৭০), তানজিলা খাতুন, মাকসুরা খানম, রাশিদা খাতুন এগিয়ে আসলে তারা তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। একই সময় আহসান হাবিবের চাচাতো ভাই রুহুল আমিন খান(৪২)কে তারা ধরে নিয়ে যায়। রুহুল আমিন ওই গ্রামের মৃত আকবার আলী খানের ছেলে। ঘটনার পরপরই কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই রাত থেকে খুলনা র্যাব, সাতক্ষীরা জেলার ডিবি, সিআইডি পুলিশসহ বিভিন্ন স্থানে খোজ খবর করে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা ২টার দিকে অপহরণের শিকার আহসান হাবিবের ভাই আজাদ আলী খান থানায় অভিযোগ করে বলেন, ওই সাদা পোশাকধারী ব্যক্তিদের কাছে লাঠি, লোহার রড, অস্ত্র এবং হ্যান্ড কাপ দেখা যায়। পোশাক ধারীদের গায়ে সাদা গেঞ্জি ও ফুলহাতা শার্ট পরা ছিলো। এবিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, প্রশাসনের পক্ষ থেকে ওই দুই ব্যক্তির সন্ধানের চেষ্টা চলছে।