নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এতিম শিশুর সর্বোচ্চ চিকিৎসার দেওয়ার নির্দেশ দিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরে রবিবার রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ হাফিজ উল্লাহকে এতিম শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। সদর হাসপাতালের চিকিৎসকরা তার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। বর্তমানে শিশুটির শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ হাফিজ উল্লাহ। এদিকে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার) সোমবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে যান। এসময় এতিম শিশুটির সার্বিক খোজ খবর নেন এবং ১০ হাজার টাকা শিশুটির মায়ের হাতে প্রদান করেন। এছাড়া সিভিল সার্জন, আর এম ও সহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে শিশুটির চিকিৎসার বিষয়ে কথা বলেন। এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আবু শাহীন বলেন, শিশুটির সুচিকিৎসা চলছে। তার একটি ভেঙে গেছে। তার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি হচ্ছে। এমনকি তার সিটি স্ক্যানের টাকাও নেয়া হয়নি। একটু সময় লাগবে। তবে পুর্বের চেয়ে বর্তমানে শিশুটি সুস্থ্য আছে। উল্লেখ্য: রোববার বাইপাস সড়কে মটরসাইকেলের ধাক্কায় একটি পা ভেঙে গুরুতর আহত হয় কুখরালী এলাকার মৃত হাবিব হোসেনের শিশু কন্যা মরিয়ম। স্থানীরা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তার পিতা কয়েক বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় মাতা লাইলী খাতুন রাইস মিলে কাজ করে জীবিকা নির্বাহ করেন।