শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় পরিবারকে ভ্যান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্যানটি তুলেদেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল-হক দোলন। এসময় উপস্থিত ছিলেন, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আলমামুন, সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তি বর্গ । উল্লেখ্য: ভ্যান হারিয়ে হত দরিদ্র রজব আলী দিশেহারা শিরনামে ফেজবুক আইডিতে সংবাদ প্রকাশিত হয় গত ৫ জুলাই শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময় নকিপুর (মধ্যপাড়া) এক দুঃসাহসিক চুরি হয়। মোঃ রজব আলী প্রতিদিনের ন্যায় নিজের মটর চালিত ভ্যানটি ঘরে রেখে জুমার নামাজ পড়তে যান, এ-সুযোগটি চোর হাত ছাড়া না করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর মাজাট মহিলা মেম্বরের বাড়ির পাশ্বে সিট কভার ও সহিটি পাওয়া গিয়াছে, কিন্তু ভ্যানের কোন সন্ধান এখানো পাওয়া যায়নি,সহায় সম্বলহীন অসহায় রজব আলীর উপার্জনের একমাত্র সম্বল এ ভ্যানটি হারিয়ে ভেঙে পড়েছেন, ব্যক্তিগতভাবে তিনি বয়সের কারনে শারিরীক দুর্বলতায় ভুগছেন এবং চোখে কম দেখেন, এটি চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন। চার সদস্য পরিবারটি। বিষয়টি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান অফিসের আকবর হোসেনের দৃটিগোচর হলে উপজেলা চেয়ারম্যান দোলন কে জানান, তিনি খোঁজখবর নিয়ে অসহায় পরিবারের দিকে তাকিয়ে তাকে ভ্যানটি কিনে দেন।