ফিচার

সাতক্ষীরার শিশু সামিহার চোখের মনি সাদা হয়ে যাচ্ছে

By Daily Satkhira

October 30, 2019

নিজস্ব প্রতিবেদক: এক বছরের শিশু সামিহার বাম চোখের মনি দিন দিন সাদা হয়ে যাচ্ছে। দিনরাত চোখ দিয়ে পানি পড়ে। প্রায়ই জ¦র আসে। ঘুমাতে পারে না যন্ত্রণার কারণে। এই চোখে কিছুই দেখতে পারে না। ডাক্তার বলেছে এখনই যথাযথ চিকিৎসা না করানো গেলে তার ডান চোখও আক্রান্ত হবার আশংকা রয়েছে। শিশু আসপিয়া আকতার সামিহা সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালিপাড়া গ্রামের ভ্যানচালক শাহিনুর রহমান ও শহরবানু খাতুনের মেয়ে। জন্মের দশ দিন পর থেকে তার চোখের মনি সাদা হতে দেখা যায়। এখন তা বেড়ে গেছে। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল , নলতা চক্ষু হাসপাতাল, সাতক্ষীরা ইসলামি হাসপাতাল ও পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে । কিন্তু সবাই বলেছেন তার জরুরি ও উন্নত চিকিৎসা প্রয়োজন। প্রয়োজনে তাকে ভারতের চেন্নাইতে নিতে হতে পারে। এজন্য অনেক টাকা দরকার। কিন্তু দরিদ্র বাবা মার পক্ষে তার চিকিৎসার জন্য মোটা অংকের টাকা ব্যয় করার সাধ্য নেই। সামিহার চিকিৎসার জন্য কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এলে তার পরিবার কৃতজ্ঞ থাকবে। তার সাথে যোগাযোগের নম্বর ০১৭৫৯২১৩০৭৯ ।