নিজস্ব প্রতিনিধি : বুধবার দুপুর ১২টা পুরাতন সাতক্ষীরা এ করিম বালিকা বিদ্যালয়ের গেটে পৌছালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি সাথে সাথে প্রধান শিক্ষিক নাসরিন খান লিপি এক গুচ্ছ ফলেল শুভাচ্ছো জানালেন। তিনি গ্রহন করলেন অতপর সড়াসরি চলে গেলেন জে এসসি পরীক্ষার্থীদের ক্লাস রুমে তাদের ক্লাস নিলেন এবং তাদের পড়া লেখায় উদ্বুদ্ধকরতে করতে নিজের শিক্ষা জীবনের স্মৃতি চারন করলেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিষ চৌধুরি ব্রাক ওয়াশ কর্মসুচির অর্থায়ানে ছাত্রীদের জন্য নির্মিত পাইপ ওয়াটার সাপলাই সিস্টেমের উদ্বোধন করেন। এসময় প্রধান শিক্ষক নারীনেত্রী নাসরিন খান লিপির সভাপতিত্বে ব্রাক সদও উপজেলা ম্যানেজার মোঃ জাকির হোসেন, প্রকৌশলী রবিউল ইসলাম, ব্রাক কর্মকর্তা মোঃ রুস্তম আলী, মোঃ আজিম হোসেন, ও নিউটন সরকার এছাড়া স্কুলের শিক্ষক মোঃ আমিনুর রহমান উল্লাস, মোঃ আল আমিন, মোঃ মিজানুর রহমান, মোঃ ফরহাদ হোসেন ও নিত্যনন্দ উপস্থিত ছিলেন। ব্রাক ওয়াশ কর্মসুচির অর্থায়ানে ছাত্রীদের জন্য নির্মিত ৬টি ব্যাসিন, হ্যান্ড ওয়াশ, আয়না, সাবান ও তোয়ালে দিয়ে সু সজ্জিত করেছেন। ব্রাক ওয়াশ কর্মসুচির অর্থায়ানে সদর উপজেলায় আরো ১১টি স্বুলকে এভাবে সজ্জিত করবেন। এ আগে তিনি শেখ রাসেল ল্যাব, লাইব্রেরীসহ স্কুল ক্যাম্পাস পরিদর্শন করেন এবং স্কুল উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।