সাতক্ষীরা

সাতক্ষীরায় ফিসিং সেন্টারের উদ্বোধন

By daily satkhira

October 30, 2019

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সৌখিন মৎস্য শিকারিদের জন্য সাতক্ষীরা ফিসিং সেন্টার নামে মাছ ধরার দ্রব্যাদি বিক্রয়ের ঘরের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে পশু হাসপাতালের সামনে দেছের মিয়ার টাওয়ারে ফিসিং সেন্টারের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সোহবান। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ফিসিং সেন্টারের মালিক মেহেদী হাসান, জেলা সৌখিন মৎস্য সমিতির সভাপতি আক্তারুজ্জামান শাহ আলাল, সাধারন সম্পাদক আব্দুল মান্নান সবুজ, রবিউল ইসলাম রবি, আহাদ আলী মল্লিক, সৈকত, মিজানুর রহমান সাব্বির আহমেদ খোকা প্রমুখ। সাতক্ষীরা ফিসিং সেন্টারর মালিক মেহেদী হাসান জানান, এখন থেকে এখানে সৌখিন মৎস্য শিকারিদের মাছ ধরার দ্রব্যাদি পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে। তাদেরকে বাইরে যেতে হবে না। এখানে উন্নত মানের ছিপ, সুতা, হুইল, রেডি মসল্যা, গুড়া মিকচার, ছাতু, লাড্ডু, মাখা আচার, পিপড়ার ডিম, হাতে বানানো বরসি পাওয়া যাবে।