খেলা

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনু-১৮ ক্রিকেটের উদ্বোধন

By daily satkhira

October 31, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৯-২০ ইয়ং টাইগার্স অনু-১৮ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,‘সৌম্য মুস্তাফিজ হতে না পারলেও ভাল খেলোয়াড় হতে হবে সেই লক্ষে এগিয়ে যেতে হবে। খেলার পাশা পাশি নিজের শরীরকেও ঠিক রাখতে হবে। ভালো খেলা উপহার দেওয়ার মাধ্যমে একদিন জাতীয় দলে তোমাদের নাম লেখাবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর্জা সালাহ উদ্দিন আহমেদ। উদ্বোধনী খেলায় অংশ নেয় ভোলা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দল। খেলায় ঝিনাইদহ জেলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভোলা জেলা দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৯-২০ ইয়ং টাইগার্স অনু-১৮ এর ভেন্যু ম্যানেজার আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল, আল-আমিন কবির চৌধুরী ডেভিট, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, বিসিবি’র কোস মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ। আগামী ০১ নভেম্বর শুক্রবার জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৯-২০ ইয়ং টাইগার্স অনু-১৮ এর দ্বিতীয় খেলায় মুখো মুখি হবে চুয়াডাঙ্গা জেলা দল বনাম কুষ্টিয়া জেলা দল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ভেন্যু ম্যানেজার আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল।