নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ । মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনের মাস ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এমপি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্র“ ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান উপদেষ্টা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন লাভলু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সদর উপজেলা সভাপতি সাইফুল্লাহ আল-কাফী, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন লিটু, পৌর ০৮ নং শাখার সভাপতি মাসুদ আলী প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমমতি শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।