জাতীয়

গবেষণা চুরির দায়ে ঢাবি শিক্ষকের পদাবনতি

By Daily Satkhira

March 31, 2017

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের এক সহযোগী অধ্যাপকের পদাবনতি হয়েছে। এ ছাড়া ভুয়া তথ্য দেওয়ায় শারীরিক শিক্ষাকেন্দ্রের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিষয়টি জানিয়েছেন। পদাবনতি হওয়া শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী। তাঁকে সহকারী অধ্যাপক করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কুতুবুল ইসলাম নোমানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ক্লাসে ব্যস্ত আছেন। পরে তিনি কলটি কেটে দেন। সাময়িকভাবে বহিষ্কৃত দুজন হলেন শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান ও সহকারী পরিচালক আবু ফয়সাল আহমেদ। তাঁদের বিরুদ্ধে একটা অনলাইন নিউজপোর্টালকে ভুল তথ্য দিয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করার অভিযোগ আনা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে শওকতুর রহমান বলেন, অনলাইন পোর্টালটি তাঁর বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে।