শিক্ষা

রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী আবরারের মৃত্যু তদন্তে কমিটি

By Daily Satkhira

November 02, 2019

শিক্ষা ডেস্ক: ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার কলেজ কর্তৃপক্ষের গঠন করা ৩ সদস্যের ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম আহমেদ সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রেসিডেন্সিয়ালের নবম শ্রেণির ছাত্র আবরারের (১৫)।

এ ঘটনায় কিশোর আলোর সম্পাদক আনিসুল হক নাইমুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নাইমুল আবরারকে চিরকাল স্মরণ করা হবে। এ জাতীয় দুর্ঘটনা কেন ঘটল, তা কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে।