জুলফিকার আলী : বাংলাদেশ সরকারের বিমান ও পর্যাটন মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ নুরুল হাফিজ রাজু সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহর মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শনিবার বেলা ১১টার দিকে নূরুল হাফিজ রাজু হঠাৎ ইউনিয়নের এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং পরিদর্শন কালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখী গ্রামে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বাবর আলীর জ্যেষ্ঠ পুত্র এলাকার কৃতি সন্তান এলাকার রতœ সবারই প্রিয় উপ সচিব রাজু ভাইয়ের হঠাৎ এ শিক্ষা প্রতিষ্ঠানে আগমনের ফলে সবারই ভিতরে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রশাসনের এ পদস্থ কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমার জীবনে যেকোন প্রতিকুল পরিবেশে বই কে ছেড় না। কারন বই-ই হলো জীবনের সর্বোত্তম সঙ্গী। বই-ই তোমাদের সঠিক পথ দেখাবে। তোমরা লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হবে এবং দেশ সেবাই আতœ নিয়োগ করবে। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জর্জকোর্টের অতিরিক্ত পি.পি মিজানুর রহমান, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-কারী প্রধান শিক্ষক মির্জানুর রহমান বাবলু, বিদ্যোৎসায়ী সদস্য আমিনুর রহমান, ডা. আল-মামুন, মাষ্টার আব্দুল আহাদ অন্যান্য শিক্ষক মন্ডলী।