বেতনা ও অন্যান্য নদী এবং বন-পরিবেশ রক্ষা সাতক্ষীরা জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহবায়ক আবুল হোসেন খোকন। সদস্য সচিব মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক শেখ ওহিদুজ্জামান তোতা, আবু সুফিয়ান সজল, আঃ সামাদ, শেখ শওকাত আলী, রহমত আলী, আদিত্য মল্লিক, স.ম আজিজুর রহমান, মোঃ কওছার আলী, মোকছেদ আলী, আঃ সাত্তার, বাবলু হাসান, মারুফা, নাজমা, আবুল কালাম আজাদ। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনের জন্য চারপাশের নদীগুলো দ্রুত খনন করতে হবে। নদীরের তীরে ও বশতীপুর্ন এলাকা গড়ে ওঠা অবৈধ ইটভাটা গুলো অবিলম্বে উচ্ছেদ করতে হবে। সাতক্ষীরা বাইপাস সড়কটি পুর্বের নকশা অনুযায়ী বাঁকাল চেকপোস্টে নিয়ে যেতে এবং অবিলম্বে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজের কোটি কোটি দুর্নীতির সাথে জড়িত ডাঃ শাহাজানেরসহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। ওই আত্মসাতের সাথে মেডিকেল কলেজের আরো অনেক কর্মকর্তা জড়িত রয়েছে। তারা অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা এবং এসব ঘটনায় আগামী রবিবার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি