খেলা

২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল

By Daily Satkhira

March 31, 2017

আগামী মে মাসে বাহরাইনে বসছে ফিফার পরবর্তী কাউন্সিল অধিবেশন। ২০২৬ সালে বিশ্বকাপে কয় দল অংশ নেবে তারই অনুমোদন হতে পারে এই সভায়। এরই মধ্যে এটি নিয়ে একটি পরিকল্পনাও ঠিক করে ফেলেছে ফিফা, দল বাড়িয়ে ৩২টি থেকে ৪৮টি নিয়ে বিশ্বকাপ আয়োজনের।

২০২৬ সালের বিশ্বকাপ থেকে দল বেড়ে দাঁড়াবে ৪৮টিতে। এর মধ্যে ইউরোপ থেকে ১৬টি, আফ্রিকার ৯টি, এশিয়ার ৮টি, দক্ষিণ আমেরিকার ৬টি, কনকাকাফের ৬টি ও ওশিয়ানিয়ার ১টি দলের প্রস্তাব রাখা হয়েছে।

স্বাগতিক দেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। তাই যে দেশে বিশ্বকাপ হবে সে অঞ্চল থেকে একটি দল কমবে।

বর্তমানে ইউরোপের ১৩, আফ্রিকার ৫টি, এশিয়া ও দক্ষিণ আমেরিকার ৪টি ও কনকাকাফ অঞ্চল থেকে ৩টি দল বাছাইপর্ব থেকে সরাসরি মূল পর্বে খেলে থাকে।

২০২৬ সালের বিশ্বকাপের ভেন্যু এখনো ঠিক হয়নি। অবশ্য ২০১৮ বিশ্বকাপ রাশিয়ায় এবং ২০২২ বিশ্বকাপ কাতারে হবে হবে। অবশ্য এই দুটি আসরে ৩২টি করে দল অংশ নেবে।