আশাশুনি

আশাশুনির বড়দলে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

By Daily Satkhira

November 03, 2019

বি এম আলাউদ্দীন: আশাশুনি উপজেলার বড়দলে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়লা ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। শনিবার বড়দলে একেএস ব্রিকস নামক ভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের নজরুল ইসলাম সরদার বড়দলের কপোতাক্ষ নদের চর ভরাটি জমিতে ৫টি কয়লা ভাটা স্থাপন করেন। তার পুত্র আঃ কাদেরের পরিচালনায় ভাটায় অবৈধ ভাবে কাঠ জ্বালিয়ে কয়লা তৈরি করে আসছিল। ফলে এলাকার পরিবেশ বিনষ্টের পাশাপাশি মবৃক্ষ নিধনের মাধ্যমে সরকারি বিধি নিষেধ অমান্যের ঘটনা ঘটাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর (ক) ধারায় ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, ভাটা থেকে ৮০০ মন কাঠ ও অনুমান ১০০ বস্তা কয়লা সরকারি কোষাগারে জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, সহকারী ভূমি কর্মকর্তা রনজিত মন্ডল, এসআই পিযুষ কান্তি ঘোষ, ইউপি সদস্য হরেন্দ্র নাথ শীল, দেবব্রত কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আকবর আলী, গ্রাম পুলিশ মোস্তাজুল প্রমুখ উপস্থিত ছিলেন।