খেলা

আইপিএলে খেলবেন মুস্তাফিজ

By Daily Satkhira

March 31, 2017

৫ এপ্রিল শুরু হতে যাওয়া ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের চলতি আসরে খেলবেন মুস্তাফিজুর রহমান। এমনটাই নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে স্পোর্টস স্টার লাইভে প্রকাশিত খবরটি মিথ্যা বলে জানান এ পেসার। সবকিছু ঠিক থাকলে আর বিসিবি অনুমতি দিলে অবশ্যই মুস্তাফিজ আইপিএলে যাবেন।

আইপিএলের চলতি আসরে মুস্তাফিজকে পাওয়া যাচ্ছে না। স্পোর্টস স্টার লাইভকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ নাকি নিজ মুখেই বলেছেন আইপিএল না খেলার বিষয়টি, ভারতীয় সংবাদমাধ্যমটির দাবি তেমনই।

মুস্তাফিজের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, ‘আমার মনে হয় না এবার আমি আইপিএল খেলতে পারব। ইনজুরি থেকে ফেরার পর এখনও ছন্দ ফিরে পাইনি। মাশরাফি ভাই তাই পরামর্শ দিয়েছেন এবার আইপিএল বাদ দিতে। তার পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।’

ডাম্বুলাতে প্রথম ওয়ানডে শুরুর আগে মাশরাফি আইপিএল নিয়ে মুস্তাফিজকে সতর্ক করেছিলেন। মুস্তাফিজ অবশ্য জানালেন ভিন্ন কথা। মাশরাফি নাকি তাকে কখনোই আইপিএল খেলতে যেতে নিষেধ করেননি, ‘মাশরাফি ভাই আমাকে কখনোই নিষেধ করেননি।’

ওই খবর প্রকাশিত হওয়ার পরই স্টার ক্রিকেট বৃহস্পতিবার আইপিএলে মুস্তাফিজের না খেলার বিষয়টি সামনে নিয়ে আসে। সেখানে মুস্তাফিজের বক্তব্য প্রকাশ করা হয়। খবরটি মিথ্যা উল্লেখ করে মুস্তাফিজ বলেছেন, ‘আমি কখনোই বলিনি আইপিএল খেলতে যাব না। এখানে খেলে আমার অনেক উপকার হয়েছে। যদি ফিট থাকি তাহলে অবশ্যই আইপিএলে খেলতে যাব।’

শ্রীলঙ্কা সফর শেষেই মে মাসে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। আর এই সময়েই আইপিএল অনুষ্ঠিত হবে। তাই শেষদিকে তো বটেই, আইপিএলের শুরুর দিকেও হয়তো খেলতে পারবেন না মুস্তাফিজ।

সব মিলিয়ে তার ভাবনাটা জানতে চাইলে তিনি বলেছেন, ‘মাঝের কিছু ম্যাচ হয়তো খেলতে পারব। বোর্ড যদি আমাকে অনুমতি দেয়, তাহলে অবশ্য সেখানে যাব।’

মুস্তাফিজের এই খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘মুস্তাফিজ কখনোই এমন বক্তব্য দেয়নি। খবরটি পুরোপুরি ভিত্তিহীন।’

গতবার আইপিএল খেলে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আর তাতেই সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জেতে। এমন সাফল্যের পর মুস্তাফিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট- এটাই স্বাভাবিক।