প্রেস বিজ্ঞপ্তি : শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা বাটকেখালিতে অবস্থিত খ্রিষ্টানদের কবরস্থানের সদ্য সমাপ্ত উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, জেলা পরিষদের আর্থিক সহায়তায় নির্মিত এ উন্নয়ন কাজ জেলা পরিষদের কোন অবদান নয় এটি জননেত্রী শেখ হাসিনার অবদান। সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রিষ্টীয় সমাজ, কাথলিক চার্চ, সাতক্ষীরার সভাপতি মিঃ হেনরী সরদারের সভাপতিত্বে জেলা পরিষদ সাতক্ষীরার অর্থায়নে কবরস্থানে নব-নির্মিত প্রার্থনাগৃহের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা খ্রিস্টীয় ধর্মপল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার লরেন্স ভালোত্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিস্টার ইনচার্জ সিস্টার তেরেজা ও সংরক্ষিত মহিলা আসনের পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল। এছাড়া অন্যান্য সিস্টারগণ, চার্চ ও খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের খ্রিষ্টভক্তগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদ্বয় বৃক্ষরোপন কার্যক্রমের অংশ হিসাবে কবরস্থানে দুটি তালসুপারির চারা রোপন করেন। পরে সকল মৃত খ্রিস্টভুক্তদের উদ্দেশ্যে ফাদার লরেন্স ভালোত্তী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ও সকল মৃত ভক্তদের কল্যাণে প্রার্থনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প কমিটি সদষ্য সচিব শিমন মাখাল ও সদস্য রণজিত বিশ্বাস।