সাতক্ষীরা

সদস্যদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

By daily satkhira

November 03, 2019

নিজস্ব প্রতিনিধি : এবার ইউপি সদস্যদের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভোমরা ইউপি চেয়ারম্যান ইরাঈলের বিরুদ্ধে। এঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্যরা। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকারের গেজেট মোতাবেক বিগত ২০১৬ সালের জুলাই মাস হতে ইউপির অংশ হিসেবে প্রতি মাসে সদস্য প্রতি ৪ হাজার ৪শ টাকা সম্মানী ভাতা পাওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান ইসরাঈল ক্ষমতার দাপট দেখিয়ে এক হাজার পঞ্চাশ দেন। ইউপি’র বাৎসরিক আয় পঁচিশ লক্ষ টাকা। তারপরও ওই অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে ইউপি সদস্যদের প্রাপ্ত ভাতার টাকা আত্মসাত করে চলেছেন। ভাতার টাকা হকদার বিরুদ্ধে বন্টন করে দেওয়ার কথা বলেও চেয়ারম্যান এবিষয়ে কর্ণপাত করেন না। এবিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফলপাননি বলে দাবি করেছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। এঘটনায় অবিলম্বে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা। এবিষয়ে ভোমরা ইউপি চেয়ারম্যান গাজী ইসরাঈল বলেন, ইউপি সদস্যদের ভাতা সঠিকভাবেই পরিশোধ করা হয়েছে। এটাকা তো আয় থেকে দিতে হয়। আয় অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য ভাতার টাকা দেওয়া হয়েছে।