দেশের খবর: রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের বালিশ কাণ্ডসহ নানা দুর্নীতির ঘটনায় ৩৩ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে কমিশনের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন তাদেরকে আগামি ৬, ৭, ১১, ১২ ও ১৩ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। জানা গেছে, মূলত প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তলব করা প্রকৌশলীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মোহাম্মদ মাসুদুল আলম (নির্বাহী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), তাহাজ্জুদ হোসেন (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-১), মোস্তফা কামাল (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২), আহম্মেদ সাজ্জাদ খান (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত ই/এম উপ-বিভাগ), মোহাম্মদ তারেক (উপ-বিভাগীয় প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ), রুবেল হোসাইন, (সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), আমিনুল ইসলাম (সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), ফজলে হক (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), সুমন কুমার নন্দী (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত বিভাগ), রফিকুজ্জামান (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ বিভাগ-১), জাহিদুল কবীর (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২), শাহীন উদ্দিন (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-২), আবু সাঈদ (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত (ই/এম) উপ-বিভাগ, পাবনা), শফিকুল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), গণপূর্ত (ই/এম) উপ-বিভাগ, পাবনা), রওশন আলী (উপ-সহকারী প্রকৌশলী, পাবনা গণপূর্ত উপ-বিভাগ-১) ও এ কে এম জিল্লুর রহমান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিভিল), দেবাশীষ চন্দ্র সাহা (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পাবনা গণপূর্ত সার্কেল), খন্দকার মোহাম্মদ আহসানুল হক (উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), রাজশাহী গণপূর্ত সার্কেল), মোসাম্মৎ খোরশেদা ইয়াছরিবা (উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), রাজশাহী গণপূর্ত সার্কেল), সুমন কুমার নন্দী (উপ-সহকারী প্রকৌশলী -সিভিল-অতিরিক্ত দায়িত্ব, পাবনা গণপূর্ত সার্কেল), নজিবর রহমান (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন), আলমগীর হোসেন (উপ-সহকারী প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন), শাহনাজ আখতার (উপ-সহকারী প্রকৌশলী, ই/এম পিএঅ্যান্ডডি বিভাগ, রাজশাহী গণপূর্ত জোন), তানজিলা শারমিন (নির্বাহী প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন), আশরাফুল ইসলাম (নির্বাহী প্রকৌশলী, রাজশাহী গণপূর্ত জোন) ও শফিউজ্জামান (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত, পাবনা)।