সাতক্ষীরা

সাতক্ষীরায় পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা

By Daily Satkhira

April 01, 2017

প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার বিকেল ৪টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে- ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় : আমাদের করণীয়’- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান (মন্ময় মনির)। স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক, সাংবাদিক ও আলোচনা সভার সমন্বয়কারী দিলীপ কুমার দিব্যানন্দ। বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ লিয়াকত পারভেজ, বিশিষ্ট উপভাষা গবেষক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাবেক অধ্যক্ষ মোঃ আবু নসর, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দীন, এড. স ম গোলাম মোস্তফা, প্রাবন্ধিক কবির রায়হান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, কথা সাহিত্যিক অধ্যাপক আশুতোষ সরকার, কবি সালেহা আকতার, কবি সৌহার্দ সিরাজ, ছোট গল্পকার মনিরুজ্জামান ছট্টু, সহকারী অধ্যাপক প্রশান্ত রায়, প্রাক্তন প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র কবি মাগফুর রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, প্রজ্ঞা পারমিতা, তনিমা ঢালী। সঙ্গীত পরিবেশন করেন পংকজ দেবনাথ ও দিলীপ কুমার মন্ডল। বক্তারা বলেন, সাতক্ষীরাতে একটি বিশেষায়িত পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব, কবি সিকান্দার আবু জাফর, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী, খান বাহাদুর আহসান উল্লাহ ও প্রাণনাথ রায় চৌধুরীর নামে হল করার প্রস্তাব এসেছে। কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, আইন অনুষদ অন্তর্ভুক্ত বিভাগগুলোর পাশাপাশি কয়েকটি ইনস্টিটিউট করার প্রস্তাব এসেছে। যেমন খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, বন গবেষণা ইনস্টিটিউট, সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা সরকারি মেডিক্যাল কলেজের পাশে বাঁকাল ব্রিজ সংলগ্ন বিল অথবা লাবসা জমিদার বাড়ির এরিয়া নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের উত্তর পাশে যোগরাজপুর, ছয়ঘরিয়া, ছাতিয়ানতলা, বাবুলিয়া, দেবনগর এর বিলে ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করলে ভালো হয়। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানেরও প্রস্তাব করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের নামকরণ হবে ’সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়’ এই মর্মে একমত পোষণ করেছেন।