ফিচার

সাতক্ষীরার লস্কর ট্রেডার্সের বায়রণ দুদকের হাতে গ্রেফতার

By Daily Satkhira

November 04, 2019

নিজস্ব প্রতিবেদক: প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার লস্কর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জুনায়েদ হোসেন লস্কর ওরফে বায়রনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ সোমবার দুপুরে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান জুনায়েদ হোসেন লস্কর ২০০৫ এর ২৭ সেপ্টেম্বর থেকে ২০০৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনার প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ ৪০৬৩ টাকা লস্কর ট্রেডার্সের অনুকূলে ঋণ গ্রহণ করেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত এই টাকা ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজারে দাঁড়ায়। তিনি জানান, এই টাকা তিনি প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট খুলনার দুদক কার্যালয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদক কর্মকর্তা নীলকমল পাল। উপপরিচালক আরও জানান, আজ দুপুরে জুনায়েদ হোসেন লস্করকে ওই মামলায় খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।