সাতক্ষীরা

জেলহত্যা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিভিন্ন কর্মসূচি

By daily satkhira

November 04, 2019

বঙ্গবন্ধুর ঘনিষ্ট ও বিশ্বাস্ত সহচর ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী প্রথমসারির সংগঠক জাতীয় চারনেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিভিন্নস্থানের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, “জাতীয় চারনেতা তাদের নিজের জীবন দিয়ে প্রমান করেছেন যে তারা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ভঙ্গ ও বেঈমানি করেননি”। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা বিরল দৃষ্টান্ত। তাই দূর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ হোক আমাদের সকলের অঙ্গীকার,গাই সেই মুক্তির গান। রাস্ট্রের সাথে,জননেত্রী শেখ হাসিনার সাথে যারা বিশ্বাসঘাতকতা ও বেঈমানী করে চলেছে তাদেরকে ধিক্কার জানাই। জননেত্রী শেখ হাসিনা আজ ক্লিন ইমেজের নেতা খোজ করছেন। তাই আগামী প্রজন্মের জন্য দূর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলায় বিভিন্নস্থানে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আইনজীবী-আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখা সাতক্ষীরার উদ্যোগে গত ৩রা নভেম্বর-২০১৯ রবিবার দুপুর ৩টায় সাতক্ষীরা আদালত চত্বরে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বন্ধোপধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এড. ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এড. আজাহরুল ইসলাম, পিপি আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ, সাবেক জিপি এড. সরকার জামিনি কান্ত, আইনজীবী সমিতির সাবেক সেক্রটারী মুক্তিযোদ্ধা এম ইউনুছ আলী ও মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জি। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সাংগঠনিক এডিঃ পিপি এড. মিজানুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এপিপি এড. আলী হোসেন, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি এড. প্রবীর মুখার্জী, সহ-সভাপতি এড. পঙ্কজ সরকার, সাধারণ সম্পাদক এপিপি এড. আশরাফুল আলম বাবু, যুগ্ন-সাধারণ সম্পাদক এড.শামীমুর রেজা শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এপিপি এড. দেবাশিষ মুখার্জি, এজিপি এড. দিলীপ বাছাড়, আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক শাখার সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার অর্থ সম্পাদক এড. আজিবর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এড. ফয়সাল আহমেদ, এড. নাসির উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক সানজিদা খাতুন শান্তা, এড. সঞ্জয় মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী সহকারী প্রাতিষ্ঠানিক সহ-সভাপতি বসু ঘোষ। শেষে জাতীয় চারনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও আতœার মাগফিরাত কামনা করা হয়। ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখা : বঙ্গবন্ধ পেশাজীবী পরিষদ ভোমরা স্থল বন্দর প্রাতিষ্ঠানিক শাখার আয়োজনে ৩ নভেম্বর সন্ধ্যা ৭ টায় ভোমরা স্থলবন্দরে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, কুঠির শিল্প সম্পাদক মোঃ মোছাক সরদার ও পৌর সভাপতি মোঃ আসাদুজ্জামান লাভলু। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগনেতা মুজিবর রহমান, ভোমরা স্থলবন্দর প্রাতিষ্ঠানিক শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, মহিলা সম্পাদক শ্যামলী রানী, মহিউদ্দীন আহমেদ, নুরুল ইসলাম, আলামিন হেসেন, জগদিস মন্ডল প্রমুখ। তালা উপজেলা শাখা : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ তালা উপজেলা শাখার উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে ৩ নভেম্বর রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সংগঠনের সভাপতি সরদার হামিদুজ্জামান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পাইলট হোসেন, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারী শেখ জহুরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগনেতা বিশ্বাস আনোয়ার হোসেন, বণিক সমিতির নেতা তরিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগনেতা মারুফ হোসেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের তালা উপজেলা সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বাবু, অর্থ সম্পাদক ইয়াছিন আলী, মহিলা সম্পাদিকা রিনা দাস,সরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আশিকুজ্জামান হৃদয়, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি মোঃ আইয়ুব আলী, মাগুরা ইউনিয়ন সভাপতি সার্ভেয়ার খোরশেদ আলম গোলদার,খলিলনগর ইউনিয়ন সভাপতি পি কে নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। লাবসা ইউনিয়ন শাখা : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন শাখার আয়োজনে ৩নভেম্বরা রাত ৮টায় মিলবাজারে সংগঠনের সভাপতি কিয়ামুদ্দীন গাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সভাপতি সৈয়দ আব্দুল সেলিম, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দীন গাজী। প্রেস বিজ্ঞপ্তি