আশাশুনি

আশাশুনিতে ষাটোর্দ্ধ বৃদ্ধাসহ ৩ জনকে পিটিয়ে জখম

By daily satkhira

November 05, 2019

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বলাবাড়িয়ায় পূর্ব শত্র“তার জের ধরে ষাটোর্দ্ধ বৃদ্ধাসহ ৩ জনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার রাতে আশাশুনি উপজেলার বলাবাড়িয়ায় এঘটনা ঘটে। ভুক্তভোগী ষাটোর্দ্ধ বৃদ্ধা তুলশী মন্ডলের স্ত্রী ঊষা রাণী মন্ডল জানান, পূর্ব শত্র“তার জের সোমবার রাতে একই এলাকার মৃত. মনরঞ্জন মন্ডলের পুত্র বিবেকানন্দ, তার বড় ভাই রামকৃষ্ণ মন্ডল, তার স্ত্রী রুমা রাণী সহ কয়েকজন ব্যক্তি আকর্স্মিকভাবে ঊষা রাণীর বাড়িতে প্রবেশ করে তাকে আতর্কিত মারপিট করতে থাকে। এতে বাধা দেওয়া হয় তার জেএসপি পরীক্ষার্থী নাতী হিরন্ময় রায় ও তার কন্যা কানন বালাকেও লোহার রড ও লাটিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে। সে সময় বিবেকানন্দ হুমকি প্রদর্শন করে বলে, ‘আমার জায়গা জমি সবই বিক্রয় করেছি। এখন ২/৫ টার মার্ডার করে ভারতে চলে যাবে’। উল্লেখ্য ওই বিবেকানন্দ অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল চোরাইপথে নিয়ে আসে এবং এলাকায় মাদকের আড্ডা তৈরি করেছে। ভুক্তভোগী বৃদ্ধা ঊষা রাণী ওই মাদক ব্যবসায়ী বিবেকানন্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।