আন্তর্জাতিক

অর্থ আত্মসাতের অভিযোগে ট্রাম্পকে ২ মিলিয়ন ডলার জরিমানা

By Daily Satkhira

November 08, 2019

বিদেশের খবর: দুই মিলিয়ন ডলার (প্রায় ১৭ কোটি টাকা) জরিমানা গুনতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

আর এ জরিমানার অর্থ ট্রাম্পকে তার সঙ্গে সম্পর্ক নেই এমন আটটি জায়গায় খরচ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্টকে এমন শাস্তি দিলেন নিউইয়র্কের একটি আদালত।

ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশন নামে নিজের দাতব্য তহবিলের (চ্যারিটি ফান্ড) অর্থ রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করার অপরাধে এ শাস্তি দেয়া হলো ট্রাম্পকে।

এক আদেশে বিচারক সালিয়ান স্কারপুলা বলেছেন, ‘ট্রাম্প ও তার সন্তানরা যেসব সমাজসেবামূলক কাজ করেন, তা রাজনীতি সংশ্লিষ্ট হতে পারবে না এবং ট্রাম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন আটটি জায়গায় জরিমানার অর্থ খরচ করতে হবে।’

নিউইয়র্কের ওই আদালতে প্রমাণিত হয় যে, ২০১৬ সালের আইওয়া অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবসরে যাওয়া বৃদ্ধদের জন্য সংগৃহীত অর্থ বেআইনিভাবে খরচ করেন ট্রাম্প।