সাতক্ষীরা

সাতক্ষীরায় পলিথিন ব্যবহার করায় পরিবহন সুপারভাইজারের কারাদণ্ড

By daily satkhira

November 08, 2019

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় পলিথিন বহন করার দায়ে হানিফ পরিবহনের সুপারভাইজার আবুল কালামকে (৫০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের এ.এস.পি শাহীনুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিনেরপোতা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ঢাকা হতে সাতক্ষীরাগামী হানিফ পরিবহন তল্লাশি করে বাণিজ্যিক উদ্দেশ্যে নিয়ে আসা প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বহন করার অপরাধে হানিফ পরিবহনের সুপারভাইজার যশোরের কেশবপুরের কন্দপুরের মৃত গোলাম রহমান গাজীর ছেলে আবুল কালামকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্যা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।